
ঝিনাইদহ শহরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
২০ ডিসেম্বর, শুক্রবার ভোররাতে কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় যৌথবাহিনী এই অভিযান চালায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। সেসময় তার নিজস্ব দলের লোক এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুন্ঠিত সে সকল অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
এছাড়াও নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখে বলেও গোয়েন্দাদের কাছে খবর আসে। এমন খবরের ভিত্তিতে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প অভিযান চালায়। এসময় একটি বিদেশী ও একটি দেশী পিস্তল এবং একটি সুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]