নড়াইলের জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
নড়াইলের জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল স্কুল মাঠ চত্বরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুপুরে বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার বলেন, বিগত সরকারের সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর সবচেয়ে জুলুম নির্যাতন করা হয়েছে। অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবা, দেশের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করে থাকে। তাই জামায়াত ক্ষমতায় এলে পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন। সব ধর্মের লোক ভালো থাকবেন ইনশাল্লাহ।


বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হুসাইন, কালিয়া পৌর আমির মাওলানা নওশের আলী, সেক্রেটারি পিকুল শেখ এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ প্রমুখ।


বিবার্তা/শরিফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com