যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরের একটি মাদরাসার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, দুই জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মাঝে দাঁড়িয়ে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। জানা গেছে, ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’ একটি অনুষ্ঠানের।


বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে যশোর সদর থানার রামনগর ইউনিয়নের রাজার হাটে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষ।


মাদরাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, ‘প্রতিবছর মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের পুরস্কৃত করা হয়। এরই ধারবাহিকতায় গত ১৭ ডিসেম্বর এই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। এ ছাড়া উপস্থিত বক্তৃতা, হামদ, নাত ও গজল পরিবেশন করা হয়।’


শিক্ষার্থীদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি বলেও জানান তিনি।


এ বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ‘বিষয়টি কোনো খারাপ উদ্দেশে নিয়ে করা হয়নি। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন করা হয়েছে।


যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ভিডিও দেখছি। এটি মাদরাসার ছাত্রদের প্রতিযোগিতার একটি অংশ। তারা অভিনয়ের অংশ হিসেবে ডামি অস্ত্র ব্যবহার করেছে।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com