কোটচাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ জন আটক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
কোটচাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে পারলাট গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে অমেদুল সরদার, সলেমানপুর এলাকার আ: মালেকের ছেলে সেলিম হোসেন, পারলাট গ্রামের ওয়াহাব আলীর ছেলে মো. বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার কোটঁপাড়া এলাকার আয়ুব মুন্সির ছেলে মো: শাহিন, নারায়নপুর এলাকার নওশাদ শাহের ছেলে মো. হাবিব, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে মো. রবিউল ইসলাম ও হেলাই গ্রামের সাহাজউদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন ।


মহেশপুর ভৈরবা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহিম জানান, উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে ওয়ান টেন জুয়ার আসর বসেছে এমন খবরে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, মদের বোতল ও নগদ ১৩ হাজার ৬৫৯ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রায়হান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com