
ফেনী গ্রামার স্কুলের ছাত্র আহনাফ আল নাশিত হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে ফেনী শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা নাশিত হত্যাকাণ্ডে জড়িত তিন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান। ভবিষ্যতে আর যেন কোন শিক্ষার্থী এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সে পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে ফেনী গ্রামার স্কুল, জিএ একাডেমি ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আশরাফ হোসেন তুষার (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের দেওয়ানগঞ্জের একটি ডোবা থেকে নিশাতের লাশ উদ্ধার করা হয় এবং তার সহযোগী মোবারক হোসেন ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দাবিকৃত মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে নিশাতকে হত্যা করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে স্কুলছাত্র আহনাফের লাশ উদ্ধার করে পুলিশ। সে শহরের গ্রামার স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ও ছাগলনাইয়ার মাইন উদ্দিন সোহাগের ছেলে। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]