
বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোয়ালমার্ক মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং বোয়ালমার্ক রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠেসহ সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
জানা গেছে, কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানের পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পাল্টা জনসভা আহ্বান করায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উভয়স্থানে ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার গোয়াল মাঠে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সাবেক এমপি এম এ এইচ সেলিমের সংবর্ধনা এবং পার্শ্ববর্তী রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি সমাবেশ আহ্বান করায় জানমালের ক্ষতি প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষায় উভয় স্থানের জনসমাগম, সভা সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো।
উভয়স্থান ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]