
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে।
১৬ ডিসেম্বর, সোমবার বেলা ১১টার দিকে শহরে বিজয় র্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। পরে দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের হাতে।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
দুপুর ১২টার দিকে আবু হুরায়রাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ও প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আব্দুল আলীম।
বিবার্তা/রাজু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]