
কুষ্টিয়ার দৌলতপুরে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে গরু ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
১৫ ডিসেম্বর, রবিবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে একদল সংঘবদ্ধ চোর প্রবেশ করে একটি গরু ও ঘর থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে চোরদের ধরতে ও চুরি যাওয়া গরুসহ স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, দৌলতপুরের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে থাকা এক বাড়ি থেকে একটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]