বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে সা'দত কলেজে সভা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২২:১৩
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে সা'দত কলেজে সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা'দত কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে সরকারি সা'দত কলেজের হল রুমে ওই কলেজের উদ্যোগে এ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া।


স্বাগত বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এবং ওই কলেজের সহযোগী অধ্যাপক রিপন মিয়া।


বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শায়লা ইয়াছমিন সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আবু আহম্মেদ শেরশাহ ও ফাহাদুল ইসলাম ফাহাদ প্রমুখ।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com