ভারত থেকে আসা সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫০
ভারত থেকে আসা সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ৪ কোটি ৪৭ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ।


বুধবার (১৪ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সীমান্তবর্তী ফকিরবাজার স্থান থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার কোটি সাতচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।


জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com