শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বাগান, শিক্ষার্থীদের মিটছে সবজির চাহিদা
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৩৫
শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বাগান, শিক্ষার্থীদের মিটছে সবজির চাহিদা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনাবাদি পতিত জমিতে পুষ্টি বাগান গড়ে তুলেছেন কৃষি বিভাগ। এতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত এসব সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা মেটাচ্ছে।


এমন প্রকল্প গ্রহণ করায় এখন দৃষ্টি নন্দন এই পুষ্টি বাগান সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


উপজেলা থানাহাট ইউনিয়নের থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসার সামনের অংশে পতিত অনাবাদি জমি এ বাগান গড়ে উঠেছে।


কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসায় পুষ্টি বাগান করা হয়েছে।


মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, পরিত্যাগ জায়গাটি পরিষ্কার করে শাকসবজি আবাদ করা হচ্ছে। তারা সময় পেলে পরিচর্যা করছেন। এতে করে উৎপাদিত সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাক সবজির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব।


চিলমারী উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস জানান, মাদ্রাসার সামনে পতিত জমিতে পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে৷ এখন এই বাগান সবার আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বাগান বাড়ানো হবে। এতে করে ওই স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের সবজির চাহিদা মেটানো যাবে।


বিবার্তা/রাফি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com