
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে সহিংসতা ঘটনার পরদিন নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানের বদলি করা হয়েছে।
তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় যুক্ত করা হয়েছে। আর তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বন্দর জোনের উপ কমিশনার শাকিলা সোলতানা।
২৭ নভেম্বর, বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ উপ-কমিশনার লিয়াকতের বদলির আদেশ দেন।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবেই তাকে বদলি করা হয়েছে।”
কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট, চকবাজার থানা নিয়ে সিএমপির দক্ষিণ জোন। ক্ষমতার পালাবদলের পর লিয়াকত আলীকে কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এ এলাকা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবারের সহিংসতার ঘটনার পরদিনই তাকে সরানো হল।
এদিন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বেলা সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।
বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। সংঘর্ষের মধ্যে ঢিলে আদালত মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কাচ ভেঙে যায়, যেখানে আইনজীবীদের চেম্বার রয়েছে।
এরপর আদালতের আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। তখন উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]