সাভারের তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১২ বছর আজ। ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১১ শ্রমিকের প্রাণহানি হয়েছিল। সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল অনেকের। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, এতদিনেও ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাননি অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
২৪ নভেম্বর, রবিবার সকালে এ উপলক্ষে ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের সামনে বিক্ষোভ মিছিল বের করেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা।
এসময় তারা তাজরীন গার্মেন্টস মূল ফটক বন্ধ থাকলে গেট খুলে ভিতরে প্রবেশ করেন। পরে সেখানে অস্থায়ী বেদীতে নিহতদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন ও শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তারা তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ারের বিচারের দাবি জানান সরকারের কাছে।
এদিকে এর আগে গতকাল সন্ধ্যায় (২৩ নভেম্বর) বিচারের দাবিতে তাজরীন গার্মেন্টের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে অংশ নেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্যসহ আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]