
পিরোজপুরের ইন্দুরকানীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে শহীদ ফজলুল হক ময়দানে 'জিয়ানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ'-এর উদ্যোগে খেলা কমিটির সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেনের সঞ্চালনায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু,ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন, পিআইও মো. সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, পিরোজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি এড. রেজাউল করিম মিটুল, সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন খান, সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমান মাতুব্বর প্রমুখ।
খেলায় চাড়াখালী একতা ক্লাব-৩-০ গোলে জিয়ানগর প্রবাসি কিংস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]