আখাউড়া সীমান্তে বাংলাদেশি দুই তরুণী আটক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:২৭
আখাউড়া সীমান্তে বাংলাদেশি দুই তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আটক বাংলাদেশি দুই তরুণী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে বাংলাদেশি দুই তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- খুলনার স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের সোনিয়া আক্তার (২২)।


বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি এই দুই তরুণী প্রায় ৩ মাস আগে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে ভারতীয় রাহুল দাস ও বাংলাদেশি মো. সাইমুন নামে মানবপাচারকারীর সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন তারা। এসময় ফকিরমোড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে।


তিনি আরও জানান, আটকদের আখাউড়া থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় পাচারকারীসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com