আট হাজার কৃষক পেল ব্রি ধান ১০০-এর বীজ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৮:১৫
আট হাজার কৃষক পেল ব্রি ধান ১০০-এর বীজ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিন জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে আট হাজার কেজি ব্রি ধান-১০০ বিতরণ কার্যক্রম শুরু করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পাটনার প্রকল্পের অর্থায়নে ব্রি গোপালগঞ্জ কার্যালয় চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আ. কাদের সরদার।


ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. রোমেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।


এছাড়াও ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস ও বৈজ্ঞানিক সহকারী আব্দুল্রাহ আল মোমিন বক্তব্য রাখেন। পরে কৃষক ও কৃষাণীদের হাতে ব্রি ধান-১০০ এর বীজ তুলে দেন অতিথিরা।


ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. রোমেল বিশ্বাস বলেন, পার্টনার প্রকল্পের অর্থায়নে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে চুক্তিবদ্ধ চাষীদের দিয়ে আমরা ৮হাজার কেজি ব্রি ধান-১০০ জাতের বীজ উৎপাদন করেছি। এসব বীজ বিনামূল্যে গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার কৃষকদের মধ্যে বিতরণ শুরু করেছি। এ বীজ দিয়ে কৃষকরা ২১০ হেক্টর জমি আবাদ করতে পারবেন । এখান থেকে ১ হজার ৬শ’১৭ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। উচ্চ ফলনশীল চিকন ও জিংক সমৃদ্ধ এ ধানের আবাদ করে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হবেন। এ ধানের খড় কৃষক অধিক দামে বিক্রি করতে পারবেন। এ ধানের চালের ভাত খেয়ে মানবদেহের পুষ্টির চাহিদাপূরণ হবে। এ ধানের চাষ সম্প্রসারিত হলে দেশে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান এই কৃষিবিজ্ঞানী ।


বিবার্তা/শান্ত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com