
মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে এবং একজনকে হল থেকে ছয় মাসের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় চারজন হলেন–কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এদেরকে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। এছাড়া অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি।
অন্যদিকে হল থেকে বহিষ্কার হওয়া একজন হলেন, কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চৌধুরী রাফসান সামি। মাদক সেবন করে 'উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের' দায়ে তাকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'মাদকের সাথে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত তারা একাডেমি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি ইতোমধ্যেই তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।'
তিনি আরো বলেন, হল কমিটির অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে (সামি) হল থেকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে। ছয় মাস পর হল প্রশাসন চাইলে তাকে নতুন করে সিট বরাদ্দ দিতে পারবেন।'
উল্লেখ্য, গত ৭ মে (বুধবার) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া চার শিক্ষার্থীর রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তীতে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এদিকে গত ২৩ এপ্রিল রাত একটার দিকে 'মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নাম্বার রুমে লাথি দেওয়া এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে অস্বাভাবিক আচরণ করার অভিযোগ উঠে হল থেকে বহিষ্কার হওয়া চৌধুরী রাফসাস সামির বিরুদ্ধে।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]