
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি চাষ করতে গিয়ে স্টক করে পাওয়ার টিলার চাষি সামছুল শেখ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২১ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
সামছুল শেখ জাবরকোল গ্রামের মৃত মইনুউদ্দিন শেখের ছেলে। তিনি একজন প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি ও অন্যের জমি লিজ ও বর্গা নিয়ে চাষাবাদ করতেন। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান এক মেয়ে রয়েছে।
স্থানীয় রহিম পাটোয়ারী জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় আমাকে বলছিলো আমার মাথা ঘুরতেছে আমি এখন আর চাষ করবো না আমি বাড়িতে চলে যাব এর মধ্যে আমাদের বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে ওখানে একটি উঁচু জায়গা দিয়ে উঠতে গিয়ে হয়তো তিনি স্টক করে পড়ে গেছেন পাশের একটি কবর স্থানের সঙ্গে। সেখান থেকে আমরা বালিয়াকান্দি হসপিটালে তাকে নিয়ে যাই। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আমি জানতে পেরেছি জমি চাষ করার সময় একজন কৃষক অসুস্থ হয়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হসপিটালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/মিঠুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]