
ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে স্ত্রী মরদেহ বাড়ি নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী ফরিদুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
২০ নভেম্বর, বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রী সুলতানা খাতুনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে স্বামী ফরিদুল ইসলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলে স্বামী ফরিদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
বিবার্তা/বাশার/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]