যুবলীগের ব্যানারে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৫
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
যুবলীগের ব্যানারে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৫
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় যুবলীগের ব্যানারে সদ্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়। ১৯ নভেম্বর, বুধবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯) ও সাজিদ (১৯)। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।


গতকাল আশুলিয়ার গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে ঝটিকা মিছিল করা হয়। ওই মিছিলটি দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়।


ঘটনার পর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ।


বিবার্তা/বাশার/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com