দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভাই আটক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভাই আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।


১২ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান সুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।


আটক দুই ভাই দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মণ্ডলের ছেলে সুমন ও চারু মণ্ডলের ছেলে ছোটন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর তাদের আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকাতে আটক করা হয়েছে। এরা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।


অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com