তালায় জরায়ুমুখ ক্যানসারের টিকাদান অবহিতকরণ সভা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:২৯
তালায় জরায়ুমুখ ক্যানসারের টিকাদান অবহিতকরণ সভা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে মধ্যবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


১৩ নভেম্বর, বুধবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, তালা হাসপাতালের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, এমওডিসি ডা. সবুজ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবর রহমান, মো. বেলাল হোসেন, উত্তরণের টুম্পা খাতুন ও হাসপাতালের এমটিইউপিআই শেখ সাদিুর রহমান রিপন প্রমুখ।


তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ১৩ হাজার ৩৯৬ জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী ১৭১ জন কিশোরীদের জন্য পরিচালিত হচ্ছে। তাদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে উক্ত কার্যক্রমের শতকরা প্রায় ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com