
যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও কুপিয়ে পিয়াল (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৯ নভেম্বর, শনিবার দুপুরে উপজেলার মোবারকপুর গ্রামের বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের বারান্দায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল এদিন দুপুর ২ টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল যুবক তাকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ধরে ফেলে।
এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর যখন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঝিকরগাছা বাজার এলাকায় ব্যাপক অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, সন্ত্রাসীরা পিয়াল নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সন্ত্রাসীদের আটকে অভিযান চালিয়ে যাচ্ছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]