
কুষ্টিয়ার দৌলতপুরে শিশুধর্ষণ মামলায় ইসমাইল সরদার (৫০) নামে এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে। সে ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি।
র্যাব সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামে একজন শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় যার নং-১০। পরে মামলার সূত্র ধরে আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব । এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দৌলতপুরের আল্লারদর্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্ত/শরীফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]