রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৯
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় রিয়াদ হাসান প্লাবন (২৮) নামে এক ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


রিয়াদ হাসান প্লাবন সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।


জানা গেছে, আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।


রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, রাজিব মোল্লার দায়ের করা মামলায় আসামি হিসেবে বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হাসান প্লাবনকে শনিবার রাত ৮টার দিকে গ্রেফতার করা হয়।


মিঠুন গোস্বামী/ রাজবাড়ী প্রতিনিধি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com