‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না’
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:১৮
‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী হাসিনা ও আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে। এদেশের সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের হত্যা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ থেকে শুরু করে নরসিংদীর তাহমিদসহ সারাদেশে ১ হাজার ৫শত ৮১ জন নিহত হয়েছে। তাই স্বৈরাচারী হাসিনার জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না।


এসময় তিনি আরো বলেন, বিএনপি কোনো বিদ্বেষ-প্রতিহিংসার রাজনীতি করে না। তাই গুমের ইতিহাস আর পুনরাবৃত্তি ঘটবে না। আগামীদিনে নির্বাচনের মধ্য দিয়ে শহিদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে।


শনিবার (২অক্টোবর) বিকেলে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী, মামলা- হামলা ও নির্যাতনের শিকার নেতা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।


জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


বিবার্তা/কামাল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com