
দ্রব্যমূল্য সহনীয় রাখতে টাঙ্গাইলে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন দোকানীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিরোধ, পণ্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারের পাইকারি ও খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান।
অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য বিক্রির মূল্যে তালিকা টাঙানো না থাকার অপরাধে তিনটি দোকানে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিকদের সতর্ক করা হয়।
অভিযানে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব শাহীনুর আলম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য আবু জুবায়ের উজ্জলসহ ছাত্র প্রতিনিধি, কৃষি বিপণন ও মৎস্য অধিদফতরের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]