
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় চিত্রা নদীতে ডুবে আয়াত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু আয়াত ঝিনাইদহ শহরের হামদহ এলাকার ফরিদ উদ্দিন ও সুমাইয়া দম্পতির একমাত্র সন্তান।
জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া (৬ নং ওয়ার্ডে) শিশু আয়াত নানা বাড়ি বেড়াতে এসেছিল। মঙ্গলবার বেলা ১২ টার দিকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সংলগ্ন চিত্রা নদীর ঘাটে নেমে গোসল করতে যায়। পরে শিশু আয়াতের খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বেলা সাড়ে ৩ টার দিকে তার পরনের জামা, প্যান্ট, জুতা নদীপাড়ে পাওয়া যায়।
এ সময় পানিতে নেমে খোঁজাখুঁজির পর শিশু আয়াতকে ডুবন্ত অবস্থায় পানিতে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজীফ জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে ।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]