কুষ্টিয়ায় পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি’র টহল অব্যাহত
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২৩:১১
কুষ্টিয়ায় পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি’র টহল অব্যাহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি’র টহল অব্যাহত রয়েছে। জেলার দৌলতপুর, মিরপুর এবং পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্ন করতে সীমান্তরক্ষী বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।


কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দৌলতপুর, মিরপুর ও পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী উপজেলার পূজা মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা টহল অব্যাহত রেখেছে।


৪৭ বিজিবি ব্যাটালিয়এের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর পরিকল্পনা ও দিক নির্দেশনায় দুই জেলার ৩ উপজেলায় ৬ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।


এছাড়াও, বিজিবি টহল দলের কমান্ডারগণ পূজা মণ্ডপে উপস্থিত থেকে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও পরামর্শ করছেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com