
মাগুরার শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতরা হলেন- শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের মৃত কুমারেশের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) এবং মৃত কালীদাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)।
৯ অক্টোবর, বুধবার সন্ধ্যায় শালিখা উপজলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পাটভাড়া বিলে ডিঙি নৌকাযোগে (তালের ডোঙা) মাছ শিকার করতে যায় কনক, রামপ্রশাদ, কমলেশ ও কমলেশের ৮ বছরের শিশুপুত্র দিপায়নসহ মোট চারজন। পরে বিলের মধ্যে ঝড় শুরু হলে রামপ্রসাদ ও ৮ বছরের শিশুপুত্র দিপায়ন সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নিখোঁজ থাকেন কমলেশ ও কনক। পরে খোঁজাখুজি করে ওই দিন রাতে কনকের মরদেহ এবং ১০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে কমলেশের মরদেহ উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাযোগে দুই মৎস্যজীবী বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে মাছ শিকার করতে গিয়ে নিহত হয়েছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিবার্তা/মনিরুল/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]