চিলমারীতে
ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি; ভাঙনে তলিয়েছে আবাদি জমি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৩
ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি; ভাঙনে তলিয়েছে আবাদি জমি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে চিলমারীর উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে নদী সমতল চরের কয়েকশ একর আবাদি জমি তলিয়ে গেছে। এছাড়া গেলো কয়েকদিনের ব্যবধানে এক ইউনিয়নের পাঁচ পরিবারসহ প্রায় শতাধিক একক আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


কৃষি বিভাগ বলছে, সম্প্রতি ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সমতল এলাকার আমন ধানের ১২২ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।


পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃহস্পতিবার দুপুর তিনটায় চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৫৩ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে আরও একদিন বাড়তে পারে বলে জানানো হয়।


স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতী ও কড়াইবরিশাল এলাকায় তীব্র আকারে ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকার পাঁচ পরিবারসহ শতাধিক একক আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখনো ভাঙন অব্যাহত রয়েছে। অপর দিকে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ওই দুই চর সহ আমতলীর চরের সমতল চর এলাকার ৮০০ একক জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে।


স্থানীয় বাসিন্দা মাইদুল ইসলাম জানান, কয়েক দিন থেকে ব্রহ্মপুত্র খুব ভাঙছে। এতে শতাধিক একর আবাদি জমি নদীগর্ভে গেছে। এছাড়াও পানি বাড়তে থাকায় আমাদের চরে প্রায় ৮০০ একর আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে।


উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাশ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের প্রণোদনার আওতায় বীজ-সার দেয়ার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/রাফি/জেএইচ/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com