
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
৭ অক্টোবর, সোমবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসা চত্বর ও পার্শ্ববর্তী সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এসময় শিক্ষার্থীদের কাছে টেস্ট পরীক্ষার ফিসহ এককালীন ৩ হাজার টাকা, শ্রেণিকক্ষে মেয়েদের হাত দিয়ে মারধর, মেয়েদের ওয়াশরুম না থাকা, অনিয়মের বিষয়ে কোন ছাত্র প্রতিবাদ করলে তাকে টিসি দেওয়ার হুমকি, প্রতিবাদ করায় চতুর্থ শ্রেণির কর্মচারী কর্তৃক শিক্ষার্থীদের মারপিট করানোর প্রতিবাদে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদেরকে অনুরোধ করে সড়ক অবরোধ প্রত্যাহার করান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা, সেনাবাহিনীর একটি দল ও থানা পুলিশের প্রতিনিধিরা বিষয়টি সমাধানের জন্য বেলা ২ টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ও অন্যান্য শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন।
বিবার্তা/রাজু/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]