
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুর বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে মৃত্যু হয়।
স্থানীয়রা বলেন, দ্রুত গতির একটি মোটরসাইকেল তার বাড়ীর সামনে ধাক্কা দেয়। এসময় সড়কের উপর পড়ে মারাত্বক আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন,দ্রুত গতির একটি মোটরসাইকেল ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত ওই গৃহবোধকে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]