
অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নবীনগর-আশুগঞ্জ সড়কের কাজ দ্রুত শেষ করা হবে। পাশাপাশি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নবীনগরে মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন সহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হবে গত ২০ মে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভুলতা- আড়াইহাজার- বাঞ্ছারামপুর- নবীনগর- শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, সাতমোড়ার আনন্দ আশ্রমে মনমোহন স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ার ( ৫ জুলাই) নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। এতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এবং সঞ্চালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ড. সালেহউদ্দিন আহমেদকে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর একটি ফ্রেম করা পোর্ট্রেট উপহার দেওয়া হয়। এ সময় নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি তাঁর রচিত অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘অলরাউন্ডার’ ও 'মলয়া' গ্রন্থ উপহার হিসেবে উপদেষ্টার হাতে তুলে দেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]