
গোপালগঞ্জে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ বাবু মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের মিডিয়া সেলের পক্ষ থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টা ৩৫ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের অভিযানিক দল জানতে পরে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের জন্য বেশকিছু লোক ভাটিয়াপাড়া অবস্থান করছে।
এ সংবাদের প্রেক্ষিতে বুধবার দুপুরে ভাটিয়াপাড়া তায়েবা রেস্টুরেন্টের সমানে অভিযান চালিয়ে বাবু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসনময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেপ্তার বাবু মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার ১২ নং ওয়ার্ডের কালিপুর এলাকার মো. জমশেদ মিয়ার ছেলে।পরে বাবু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর গাঁজা সহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে ।
পরে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাশিয়ানী থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]