
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় তাহসিন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তানিম নামের একজন আহত হয়েছেন।
১৬ সেপ্টেম্বর, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল নামক এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
আহত তানিম জানান, তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাহসিন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, আজ বিকেলে কুমিল্লা যাওয়ার পথে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]