নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১৮:০৭
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।


নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে।


আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান,আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন। সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান। সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com