কোটাবিরোধী আন্দোলনে অচল ঢাকা, ভোগান্তিতে সাধারণ জনগণ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ২০:৩৭
কোটাবিরোধী আন্দোলনে অচল ঢাকা, ভোগান্তিতে সাধারণ জনগণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে কষ্ট করছেন কর্মক্ষেত্রে যাওয়া মানুষজন। অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যেতে হিমশিম খাচ্ছে ঢাকার বাইরে থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।


১৬ জুলাই, মঙ্গলবার সরেজমিনে দেখা যায় ঢাকার রাস্তায় নেমে এসেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। তারা রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, কল্যাণপুর, শ্যামলি, গাবতলী, রামপুরা, কুড়িল ও বাড্ডায় সড়ক অবরোধ করেছে।


এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা সড়কে থাকা মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটেছেন।


মতিঝিল থেকে রামপুরায় যাওয়া এক পথচারী দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, মনে হয় যেন এই বিপদে পড়তে যাচ্ছি। কোথাও আন্দোলন, কোথাও সরকারি দলের লোকজনের মহড়া দেখতে দেখতে রিকশায় রামপুরা এসেছি। দুই দফা রিকশা পরিবর্তন করতে হয়েছে। ভাড়াও দিতে হয়েছে দ্বিগুণ।


এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করেছে কোটাবিরোধী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। সংঘর্ষ না হলেও যে কোনো সময় ঘটতে পারে এই আশঙ্কায় ওই এলাকায় যান চলাচল সীমিত রয়েছে। যার প্রভাবে পুরান ঢাকার দিকের সড়কে যানজট দেখা দিয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com