
রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় মোরসালিন আলী মীর (২৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
১০ জুলাই, বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন মিয়া জানান, আজ রাতে ওই যুবক বাইকে বসে আগারগাঁও টেলি যোগাযোগের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের দিক থেকে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তখন বাইকটির পিছনে বসে ছিলেন তিনি। এসময় উল্টো পথ থেকে আসা একটি রিকশার সাথে ধাক্কা লাগলে চালকসহ দুজনই রাস্তার উপর ছিটকে পড়েন। তখন পিছন থেকে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোরসালিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপরে বাইক চালককে খুঁজে পাওয়া যায়নি।
নিহত মোরসালিনের বাবা আফতাব আলী মীর। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর শরীফপাড়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আগাঁরগাও থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদহটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]