
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাজাজ ডিসকাভার ১২৫ সিসি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এনায়েতপুর নামকস্থানে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলটি পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এনায়েতপুর নামকস্থানে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর নির্দেশে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমানের নেতৃত্বে এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ আলামিন ও রানু নামে ২ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান।
বিবার্তা/খালেক/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]