
দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ আগামী অর্থবছরে মৌসুমে পাট, উফশী আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে ১২৫০ জন কৃষকের মাঝে প্রণোদনাবিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজউদ্দিন।
উপজেলা কৃষি অফিস জানায়, প্রতিজন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষি প্রতিবিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার এবং প্রতিজন আউশ চাষি প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও পাট চাষী প্রতি বিঘা জমির জন্য ১ কেজি পাট বীজ প্রদান করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।
বিবার্তা/জামান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]