
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই সকলের সমন্বয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর।
২৮ এপ্রিল, রবিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, মানুষ ভোট দিতে যেমন আগ্রহী, তেমনি নির্বাচন কমিশনারও ভোটারদের ভোট দিতে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভোটের পরিবেশ ভালো থাকায় ভোটার উপস্থিতি বাড়বে।
এছাড়া একই সঙ্গে তিনি পুলিশ সুপার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতাল্লিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]