
কুষ্টিয়ার দৌলতপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।
বাংলা নববর্ষ উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আলোকে সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।
বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. খোয়াজ আলী, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সভায় বাংলা নববর্ষ উদ্যাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পান্তা উৎসব, পান্তা উৎসব শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখি মঞ্চে বর্ষবরণ ও সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
এরপর বেলা সাড়ে ১১টায় একইস্থানে আসন্ন খরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম। সভায় চলতি খরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও সকলকে অবগত করানোর জন্য মাইকিং ও সব মসজিদে ঈমামের মাধ্যমে মুসল্লিসহ এলাকাবাসীকে অবগত করার সিদ্ধান্ত হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]