
দুর্গাপুরে অনুষ্ঠিত হলো কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা।
শনিবার (৯ মার্চ) দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
এতে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন দুর্গাপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। তারা কিশোর গ্যাং নির্মূল করার জন্য নানা পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত আকঞ্জি অমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা রাকিব রনি।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম.জয়নাল আবেদীন, সমাজকর্মী আমিনুল হক, ছাত্রনেতা ইবনে হক মাসুদ, আনিসুজ্জামান রনি, মঈন ইবনে সাইদ সৌরভ সহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশতাক আহমেদ রুহী বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বলতে যা বুঝি তাই করবো। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের এলাকাকে মডেল এলাকা হিসেবে তৈরি করবো। এখানে কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে। আরো বেশি তৎপর হতে হবে। কারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদের লিস্ট আমাকে দেবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিবার্তা/পলাশ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]