ময়মনসিংহ সিটি নির্বাচনে ১০৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টিটু
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ২১:১২
ময়মনসিংহ সিটি নির্বাচনে ১০৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টিটু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০৯ কেন্দ্রের ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮১ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।


ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১০৯ কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন।


৯ মার্চ, শনিবার দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।


ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।


ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের মধ্যে ১০৯টির ফলাফলে ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৬১ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ২৯ হাজার ২৫২ ভোট।


ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম পেয়েছেন ৮ হাজার ৩৩৫ ভোট, হরিণ প্রতীকের রেজাউল হক পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট এবং জাতীয় পার্টির শহীদুল ইসলাম লাঙল প্রতীকের পেয়েছেন ৯৪৭ ভোট।


এ সিটির মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।


ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু সিটি করপোরেশনের প্রথম ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com