
বয়সের ভারে নুয়ে পড়া নব্বই বছরের বানভাসি ছেলের কোলে চড়ে এসে ভোট দিলেন।
৯ মার্চ, শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট চলাকালে এমন দৃশ্য চোখে পড়ে।
বানবাসী বাহাদুরাবাদ ইউনিয়নের পশ্চিম কলাকান্দা গ্রামের মরহুম কুব্বাত আলীর স্ত্রী।
এই কেন্দ্র শুধু বানভাসি নয়, অনেক ভোটারই অন্যের কাঁধে ভর করে আবার কেউ হুইল চেয়ারে বসেও ভোট দিতে আসেন। সচেতন ভোটারদের মতে, দলীয় প্রতীকে গেল জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলো সিংহভাগ ফাঁকা থাকলেও এবার স্থানীয় সরকারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল শতভাগ। ভোটাররা আশা করছেন সামনে উপজেলা পরিষদ নির্বাচনে কোন দলীয় প্রতীক না থাকলে নির্বাচনে ভোটারদের শতভাগ উপস্থিতিতে উপজেলা নির্বাচনও শান্তিপূর্ণ হবে।
ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত প্রশাসন ও সাংবাদিকের সার্বিক পর্যবেক্ষণে জামালপুরে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বয়স্ক ও বৃদ্ধ ভোটাররা সকলেই সকাল থেকে প্রখর রোদে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানে অপেক্ষা করে তারা। যেন ঈদের আমেজ বইছে।
এবার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫৬৪ জন।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]