
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় র্যাব-১২সদ্যরা অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রুবেল ও উল্লাপাড়ার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো. জাহাংগীর হোসেন।
র্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ায় পাগলা গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। এরপর মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেন। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]