
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক হাজার দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই কন্যা সন্তানের বাবা আলাল উদ্দিনকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়।
শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নিজস্ব অর্থায়নে উপজেলার পাড়াগাঁও গ্রামে এসব বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি এসএম জিলানী, বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ময়মনসিংহ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান সহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সাজ্জাদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]