
ময়মনসিংহের ভালুকায় আলতলি হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশ প্রহরী ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী একদল ডাকাত।
ওই ওয়ার্কশপের নৈশপ্রহরী দুলাল মিয়া জানান, বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে ৫ জন তাদেরকে আটক রেখে বাকিরা ৪টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১টি, ড্রিল মেশিন ৩টি, আয়রন ড্রিল ৩টি, গ্যানিং মেশিন ১০টি, টোল বক্স যন্ত্রসহ ৪টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩টি, হাতুরি ৫টি, চেইন কাপ্পা ২টি, বড় মটর ৩টি, হাইস্পিট কাটার ৪টি ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বিবার্তা/সাজ্জাদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]