ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৬
ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরি ঘাটের অদূরে ছোট বড় ৯টি ট্রাক নিয়ে পদ্মায় ডুবে যাওয়া রজনিগন্ধা ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছিল।


১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজে অংশ নেওয়া উদ্ধারকারী জাহাজ রুস্তম বিকেল ৩টায় ট্রাকটি উদ্ধার করে ৫নং ফেরি ঘাটে নিয়ে আসে। তবে ট্রাকে থাকা তুলা নদীতে পরে যায়।


অন্যদিকে নিখোঁজ ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবিরের এখনো সন্ধান মেলেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় উদ্ধারকারী দল।


এর আগে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। তবে ঘন কুয়াশার কারণে ৫ নং ঘাটের অদূরে ফেরিটি নোঙর করা হয়।


পরদিন বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফেরির মাস্টার ফেরিতে থাকা সকল যানবাহনের চালক ও সহযোগীদের দ্রুত উঠতে বলেন এবং ফেরিটি পন্টুনে নিয়ে আসার জন্য ইঞ্জিন চালু করেন। তবে এর আগেই ফেরিতে পানি উঠতে শুরু করে বলে জানান ট্রাক চালকরা। এরপর সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ধীরে ধীরে যানবাহন নিয়ে ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করে নৌ-পুলিশ।


মানিকগঞ্জের শিবালয় থানার ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় উদ্ধার কাজ চলছে।তবে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ফেরিতে থাকা ট্রাকগুলোই উদ্ধার করতে পারবে। অবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় না আসা পর্যন্ত ফেরি উদ্ধারে কাজ করা সম্ভব না।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com